তরুণদের উদ্যোগে গ্রামে চিকিৎসা সেবা

 প্রতিনিধি।।

inside post

তরুণদের উদ্যোগে গঠিত সামাজিক সংগঠন কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর গ্রামে প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) দিনব্যাপী  চিকিৎসা সেবা নিয়েছেন বিভিন্ন গ্রামের কয়েকশ’ মানুষ। দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছেন এই গ্রামের কৃতি সন্তান ডা: সাগর চক্রবর্তী, ডা: সবুজ সরকার, ডা:অনিন্দিতা ভট্টাচার্য ও ডা: আরিফুল ইসলাম।গ্রামের মানুষ ফ্রি চিকিৎসা সেবা পেয়ে  আনন্দিত। সকাল থেকে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সেবা নিয়েছেন।

ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করা তাজুল ইসলাম বলেন, প্রজন্ম পরিবারকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগ নেওয়ার জন্য। ডাক্তার আমার সমস্যার কথা শুনে কিছু পরামর্শ ও ওষুধ লিখে দিয়েছেন।

এ বিষয়ে ডা:অনিন্দিতা ভট্টাচার্য বলেন, এই গ্রামের নারীরা নানা সমস্যায় ভুগছেন। নারীরা অনেক তথ্য গোপন রাখে যার ফলে সমস্যাটি বড় হচ্ছে। আমি চেষ্টা করছি সবাইকে  চিকিৎসা সেবা প্রদান করতে।

গালিমপুর প্রজন্ম পরিবারের সভাপতি মোঃ সারোয়ার আলম পাখি বলেন, বিগত আড়াই বছর আগে গ্রামের তরুণ প্রজন্মের উদ্যোগে অরাজনৈতিক সংগঠন গালিমপুর প্রজন্ম পরিবারের যাত্রা শুরু হয়। সমাজের বৃত্তবান ও প্রবাসীদের সহযোগিতায় গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি আমরা। ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি অংশ।

তিনি আরও বলেন, বিগত সময় আমরা কয়েক শতাধিক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ঘর নির্মাণে সহযোগিতা,  বিয়েতে আর্থিক অনুদান, ইফতার সামগ্রী বিতরণ, রোগীদের অর্থিক অনুদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা সামাজিক কর্মকাণ্ডে গালিমপুর প্রজন্ম পরিবার পাশে ছিল। আগামীতে সবার সহযোগিতা পেলে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানো যাবে।

আরো পড়ুন