বৃক্ষ, নদী এবং মানুষ  – ফয়জুস সালেহীন

inside post
দাঁড়িয়ে থেকেই করে কালযাপন বৃক্ষগুলো, 
নদীগুলো শুয়েই থাকে জীবনভর।
মানুষগুলো কখনো দাঁড়ায় বৃক্ষের মতোন
কখনোবা নদীর মতোন শোয়।
দিবস বেলায়
মানুষগুলো হয়ে উঠে একেকটা সচল বৃক্ষ। 
যদিও অংশ নেয় না সালোকসংশ্লেষণে
দৌড়াদৌড়ি,
ছুটাছুটিতে করে খাদ্যের যোগান।

 

ঘোর আঁধারে
মানুষগুলো নদীর মতোন পেতে দেয় বুক।
সেই বুকের তরঙ্গে হেলেদুলে ভাসতে থাকে
স্বপ্নের বোঝাইকৃত ছোট্ট ছোট্ট ডিঙি।
আরো পড়ুন