কুমিল্লায় মহাসড়কে কুয়াশায় কমেছে যানবাহনের গতি

 

inside post

আমোদ প্রতিনিধি।।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কুয়াশায় কমেছে যানবাহনের গতি। মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যায় এই রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কে কুয়াশা রয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সূর্যের দেখা মেলে। দুপুর ২টার দিকে আবার সূর্যের আলো কমে আসে। বিকাল থেকে কনকনে শীত অনুভূত হচ্ছে। শেষ অগ্রায়হণে মাঘের শীত অনুভূত হচ্ছে। এদিকে বিকালেই নগরীর মানুষ ঘরমুখো হয়।

কুমিল্লা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান,উত্তরের হিমেল হাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে। কুয়াশা এখন স্বাভাবিক বিষয়। এসময় সড়ক ও নৌ-পথে দৃষ্টি সীমা কোথাও শূন্যে নেমে আসতে পারে। তাই সাবধানে চলাচল করতে হবে। আজ কুমিল্লায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন বলেন,মহাসড়কে কুয়াশা রয়েছে। গাড়ি সাবধানে ধীরগতিতে চালানো ও ওভারটেক না করার জন্য সচেতন করছি। এই লক্ষ্যে বিভিন্ন বাস ও ট্রাক স্টপেজে মাইকিং করেছি।

আরো পড়ুন