ব্রাহ্মণবাড়িয়ায় থুতু ফেলা নিয়ে বাদানুবাদের জেরে যুবক খুন
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সামান্য থুতু ফেলাকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে খুন হয়েছেন রুহেল মিয়া নামের এক যুবক। এ ঘটনায় মহিলাসহ আটক হয়েছে দুইজন। মঙ্গলবার (৯ফেব্রুয়ারি) রাতে জেলার সরাইল উপজেলা সদরের মোগলটুলা গ্রামে ঘটে ন্যাক্কারজনক এই ঘটনা। নিহত রুহেল একই এলাকার লিয়াকত আলীর পুত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রুহেলের সাথে তারই আপন চাচা গেন্দু মিয়ার ছেলে কাউসারের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।মঙ্গলবার সকালে রুহেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় কাউসার থুতু ফেলে। এনিয়ে রুহেল ও তার মায়ের সাথে কাউসারের বাকবিতণ্ডা হয়। রাতে একই বিষয় নিয়ে পুনরায় বাড়িতে বাকবিতণ্ডার এক পর্যায়ে রুহেলকে ছুরিকাঘাত করলে গুরুতর আহবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এই ঘটনায় কাউসারের বাবা গেন্দু মিয়া ও মা আমেনা বেগমকে আটক করা হয়েছে। পাঁচজনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’