বরিশালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানবন্ধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গত ১৭ ফেব্রুয়ারী রূপাতলি বাসষ্ট্যাণ্ডে পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় মানববন্ধন করেছে ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

inside post

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা ছাত্র মৈত্রী সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদ, জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির, কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর সাবেক সহ-সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ। বক্তারা বলেন, পরিবহন শ্রমিক নামধারী সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থীদের এমন নগ্ন হামলার ঘটনা আমরা পূর্বেও লক্ষ্য করেছি। কিন্তু সেই সকল ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার না করার কারণে এ সকল হামলার পুনরাবৃত্তি ঘটেছে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন