দেবিদ্বারে নৌকার গণসংযোগে ছাত্রলীগের হামলা
অফিস রিপোর্টার ।।
কুমিল্লার দেবিদ্বারে উপজেলা উপ-নির্বাচনে নৌকা প্রতীকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের পুরাতন বাজারে এই ঘটনা ঘটে। এনিয়ে উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও মহানগর ছাত্রলীগ নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছিলো। এসময় দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ তার লোকজন এক নেতার নির্দেশে নৌকার গণসংযোগে গুলি করে। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবিদ্বার উপজেলা ছাত্রলীগ আহবায়ক ইকবাল হোসেন রুবেলের বক্তব্য নেয়ার জন্য ফোন করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির উল্লাহ বলেন,দুই পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। সম্ভবত পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।