ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেল ছিনতাই

কুমিল্লার বরুড়ায় মো. সিরাজুল ইসলাম নামে এক ব্যাংক কর্মকর্তাকে একদল ছিনতাইকারী ছুরিকাঘাত করে ব্যবহৃত মোটর সাইকেল, মোবাইল ফোন, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মো. সিরাজুল ইসলাম (৪০) আল আরাফাহ ইসলামী ব্যাংক বরুড়া শাখায় ফিল্ড অফিসার পদে কর্মরত। তিনি পৌর শহরের পাঠানপাড়া গ্রামে ইবনে মুছা নামক এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে বরুড়া থানায় অভিযোগ করা হয়েছে।
আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ বরুড়া শাখা অফিস এবং আহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মো. সিরাজুল ইসলাম গত সোমবার দিবাগত রাতে মোটর সাইকেল যোগে তিনি তার এক নিকটাত্মীয়কে আনার জন্য কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড নামক স্থানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে বরুড়া-কুমিল্লা সড়কের উপজেলার আমড়াতলী নামক এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তার পথ গতিরোধ করে। তাকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে একটি মোবাইল সেট, আড়াই হাজার টাকা এবং মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশাপাশের লোকজন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ বরুড়া শাখা ব্যবস্থাপক মো. আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বিষয়টি বরুড়া থানায় অবহিত করেছেন বলেও জানিয়েছেন।

 

inside post
আরো পড়ুন