আজ মুখোমুখি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ও চাঁদপুর পলিটেকনিক

inside post
 প্রতিবেদক।।
নতুন বাংলাদেশের জন্য যুব উৎসব – এ প্রতিপাদ্যকে ধারণ করে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সহযোগিতায় বাংলাদেশ যুব উৎসব উদযাপন করা করা হচ্ছে। এ লক্ষ্যে টি-১০ ফরমেটে ক্রিকেট প্রতিযোগিতা গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আ সকাল ১১টায় কুমিল্লার কোটবাড়িতে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট বনাম চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট দলের ক্রিকেট প্রতিযোগিতা।
দুপুর ১২টায় একই মাঠে অনুষ্ঠিত হবে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউট বনাম বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট দলের ক্রিকেট প্রতিযোগিতা।
অন্যদিকে আজ সকাল ১১টায় ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে অনুষ্ঠিত হবে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট বনাম ফেনী কম্পিউটার ইন্সটিটিউট দলের ক্রিকেট প্রতিযোগিতা। এ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করবেন কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (উপ সচিব) কাজী ফারুক আহমেদ।
ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট খেলার মাঠে।
আরো পড়ুন