কসবায় সড়ক দুর্ঘটনায় ইটভাটার ১৩ শ্রমিক আহত
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ইটভাটা থেকে দুটি পিকআপ ভ্যানে নিজেদের বাড়ি ফিরছিলেন ৩০ জন শ্রমিক। পথিমধ্যে একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিক্ষিপ্ত হয় খাদে। এতে চালকসহ অন্তত ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা এলাকার।
সোমবার (০৩ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা। আহতরা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন জেলার সদর উপজেলার করম আলী (৪৫) সরাইল উপজেলার মামুন মিয়া (২২), লিটন মিয়া (৪০), জামাল উদ্দিন (৪০), নুরউদ্দিন (৬০), কামাল উদ্দিন (৩৮), আনোয়ার হোসেন (৩৫), সাব্বির মিয়া (২৫), নাসিরনগর উপজেলার আজিজ ভুইয়া (৫৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেলোয়ার হোসেন (১৯), রুবেল মিয়া (৩৫), রাসেল মিয়া (২০), ইউনুস আলী (৩৮) এবং পিকআপ চালক হাবিবুল্লাহ (৫৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী, পুলিশ এবং আহতদের সূত্রে জানা গেছে, সোমবার সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার ‘চয়নিকা’ ব্রিকস ফিল্ডের ৩০ জন শ্রমিক দু’টি পিকআপে করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুরে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। দুপুরের দিকে তাদের বহনকারী পিকআপ দু’টো কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা নামকস্থানে একটি অপরটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা চালকসহ ১৩ শ্রমিক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে।’