কুমিল্লা থেকে গতমাসে বিদেশে গমন সাড়ে ১১হাজার

 

inside post
এ বছর ৫১, ৩৭৯ জন
 প্রতিবেদক।।
কুমিল্লা জেলা থেকে গতমাসে ১১ হাজার ৫ শ ৬৯ জন এবং এ বছর ৫১ হাজার ৩ শ ৭৯ জন বিদেশে গমন করেছে। জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানিয়েছেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক রাইনুর ইসলাম। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পন্কজ বড়ুয়া।
সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের উপ পরিচালক মোঃ সামসুজ্জামান, কুমিল্লা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান, অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংক কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক মধুসূদন সরকার, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, সাংবাদিক গাজীউল হক সোহাগ,সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, আরএমএমআরভি-র জেলা সমন্বয়ক শান্তা সূত্রধর, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রেমিটেন্স অর্জনের ক্ষেত্রে কুমিল্লা দেশের মধ্যে প্রথম স্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় কখনো তৃতীয় স্থানে চলে যাচ্ছে। এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে। বিদেশে অদক্ষ শ্রমিক না পাঠিয়ে দক্ষ শ্রমিক পাঠানোর ব্যবস্থা জোরদার করতে হবে। দালালদের খপ্পরে না পড়ে সরকারিভাবে বিদেশ গমনের জন্য সচেতনতা বাড়াতে হবে। কুমিল্লায় উপজেলা পর্যায়ে অভিবাসী নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণের প্রস্তাব করেন বক্তারা।
অভিবাসন সেবা সপ্তাহকে সামনে রেখে গতকাল একই কক্ষে জেলা পর্যায়ে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনারের এক পর্যায়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুর ইসলাম জানান, আগামী ১২-১৮ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লায় এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রেলি, আলোচনা সভা, চিত্রান্কনসহ বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মেলার আয়োজন। সভার কার্যবিবরণী ও সিদ্ধান্ত সমূহ লিপিবদ্ধ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার( প্রবাসী কল্যাণ) মোঃ ফরিদুল ইসলাম।
আরো পড়ুন