কুমিল্লা শিক্ষাবোর্ডের উদ্যোগে শহীদের কবর জিয়ারত ও দোয়া

 প্রতিনিধি।।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উদ্যোগে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এর মাঝে ছিলো শহীদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন। মঙ্গলবার কুমিল্লা নগরীর উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম,  সচিব প্রফেসর খন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম, বিদ্যালয় পরিদর্শক আবু সালেহ মো. তারেক,  উপ-পরিচালক(হিসাব) মো. শাহজাহান, উপ-সচিব (প্রশাসন) মাছুম মিল্লাত মজুমদার, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. আখতার হোসেন ও মো. মহিউদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কবির উদ্দিন ও মো. সালাউদ্দিন, উপ-কলেজ পরিদর্শক ড. জাহাঙ্গীর মজুমদার, কর্মচারী সমিতির সভাপতি মো.সিরাজুল ইসলাম, সেক্রেটারি হেলালীসহ বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।
পুষ্পস্তবক অর্পণের পর কুমিল্লা শিক্ষাবোর্ড মসজিদে জুলাই শহীদ মাসুম মিয়াসহ অন্যান্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

inside post
আরো পড়ুন