কুমিল্লায় আওয়ামী লীগ সরব,প্রস্তুতি নিচ্ছে বিএনপিও

 

চার উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন
অফিস রিপোর্টার।
উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে কুমিল্লার লাকসাম,মনোহরগঞ্জ,নাঙ্গলকোট ও মেঘনা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। বেশি সরব আওয়ামী লীগের প্রার্থীরা। তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের প্রার্থীতার বিষযটি জানান দিচ্ছেন। দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় এবার বিএনপি, জাতীয়পার্টি ও জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনায় রয়েছে। দলের নতুন প্রার্থী ও অন্যদলের প্রার্থীদের সাথে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যানদের অনেকে।
লাকসামে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনুস ভুইয়া,আলোচনায় রয়েছে এলজিআরডি মন্ত্রীর শ্যালক উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নামও। বিএনপিতে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবদুর রহমান বাদল ও জামায়াত নেতা দেওয়ান মাহবুবে ছোবহানী খোকনের নাম শোনা যাচ্ছে।
মনোহরগঞ্জে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি জাকির হোসেন,বিএনপিতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সারোয়ার জাহান দোলনের নাম আলোচনায় রয়েছে।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগে অর্ধ ডজন প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বর্তমান চেয়ারম্যান সামছুদ্দিন কালু,ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান ভুইয়া বাছির, উপজেলা আওয়ামী লীগ একাংশের আহবায়ক রফিকুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুইয়া। বিএনপি থেকে নির্বাচন করতে পারেন যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু।
মেঘনা উপজেলায় আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার,সাবেক চেয়ারম্যান আবদুস সালাম,সাবেক ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য নাসির উদ্দিন শিশির। বিএনপি থেকে উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী নির্বাচন করতে পারেন।