কুমিল্লার ৪ লাখ কিশোরী পাবে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা

 প্রতিনিধি।।
কুমিল্লা জেলায় ৩লাখ ৭৯ হাজার ৬৬৭জন কিশোরীকে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি)প্রতিরোধে টিকা দেওয়া হবে। বুধবার (২৩ অক্টোবর) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে আসন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার। আগামী ২৪ অক্টোবর হতে শুরু হয়ে ২৪ নভেম্বর একমাস এই টিকা বিনামূল্যে প্রদান করা হবে। এসময় জেলার সার্বিক টিকাদান পরিস্থিতি তুলে ধরেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মেহেদী হাসান।
তিনি বলেন, জেলার পাঁচ হাজার ২১৯টি স্কুল, ইপিআই অস্থায়ী টিকাদান কেন্দ্র চার হাজার ৭০৪ ও ইপিআই স্থায়ী কেন্দ্র ১৯টিতে আমরা দুই ধাপে কিশোরীদের তালিকা করেছি। একটি প্রাতিষ্ঠানিকভাবে যেমন স্কুলগামী শিক্ষার্থী। অন্যটি শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত।
মেডিক্যাল অফিসার ডা. মেহেদী আরও বলেন, আগামী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়ে পরবর্তী একমাস সারা জেলায় এইচপিভি টিকাদান কর্মসূচি চলবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রীরা এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা কমিউনিটি পর্যায়ে এ টিকা নিতে পারবে। টিকা পাওয়ার জন্য www,vaxepi.gov.bd ওয়েবসাইটে অথবা VaxEPI অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।