কুমিল্লায় করোনায় আরও ৬ জনের মৃত্যু, শানাক্ত ৪৩
আবু সুফিয়ান রাসেল।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এ তথ্য জানান।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ১৩ জন, আদর্শ সদরে ছয়জন, সদর দক্ষিণে দুইজন, লাকসামে পাঁচজন, বুড়িচংয়ের তিনজন, চান্দিনায় চারজন, চৌদ্দগ্রামে তিনজন, দেবিদ্বারে দুইজন, দাউদকান্দিতে একজন, লালমাইয়ের একজন, বরুড়ার একজন, মুরাদনগরে একজন, হোমনায় একজনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তারা আদর্শ সদর, বুড়িচং, চান্দিনা, বরুড়া ও মুরাদনগর উপজেলার বাসিন্দা।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, মঙ্গলবার পর্যন্ত কুমিল্লায় ১২ হাজার ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪০৭ জন।