কৃষিবিদ দিবসে কুমিল্লা নগরীতে র্যালি
প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদদের ১ম শ্রেণির মর্যাদার আসনে আসীন করেন। তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব নীতির কারণে কৃষক ও কৃষিবিদদের পরিশ্রমে আজ আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সেনিরিখে ১৩ ফেব্রুয়ারি কৃষিবিদ দিবসটি পালিত হচ্ছে। এছাড়া দিবসটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার দাবি জানানো হয়। কুমিল্লা নগরীতে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত র্যালির পূর্বে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) নগরীর টাউন হল মাঠ থেকে র্যালি বের হয়ে পূবালী ও লিবার্টি চত্ত্বর প্রদক্ষিণ করে।
কৃষিবিদ ইন্সটিটিউশন কুমিল্লা শাখা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আক্তারুজ্জামান, কৃষিবিদ ইন্সটিটিউশন কুমিল্লার সভাপতি কৃষিবিদ আইয়ুব মাহমুদ, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুর রহমান, সহ-সভাপতি চন্দন কুমার শীল, বেলাল হোসেন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সদস্য মাধব মজুমদার ও আরমান মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা।