গাছ কেটে জমি দখল করে দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা!
অফিস রিপোর্টার।।
কুমিল্লার সদর দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ, গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার লালমতি এলাকার মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। এসময় কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ভিপি আবদুল্লাহ)’র নেতৃত্বে এই গাছ কেটে ফেলা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার৷
সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, লালমতি এলাকার মুন্সি বাড়ির আবদুল বারেক ও তার ভাই আবদুল খালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিলো তাদেরই প্রতিবেশী মিনহাজ মুন্সি ও হুমায়ুন মুন্সির সঙ্গে। পরে এই বিরোধের জের ধরে ঘটনার দিন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তাদের প্রতিবেশী মিনহাজ মুন্সি, হুমায়ূন, আব্দুর রউফ, সাগর মুন্সি, মেহেদী হাসানসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ এসে আবদুল বারেকের জমির বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ৩০টি গাছ কেটে ফেলে।
এই বিষয়ে জানতে চাইলে আবদুল বারেক মুন্সীর ছেলে মোঃ রোমেন বলেন, আমার বাবার ক্রয়কৃত জমি মিনহাজ মুন্সি ও তার পরিবার দীর্ঘদিন ধরে দখল করার চেষ্টা করছিলো। কিন্তু, কোনোভাবে না পেরে তারা গায়ের জোর খাটায়। নিজেরা না পেরে বহিরাগতদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালায়, আমাদের গাছ কেটে নিয়ে যায়। হামলাকারীরা ভিপি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসেছিলো। তারা এসেই গাছ কাটা শুরু করে। আমরা এর বিচার চাই।
এই অভিযোগের বিষয়ে জানতে আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে বলেন, আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা৷ আমি সেদিন গিয়েছিলাম তাদের ভাইয়ে ভাইয়ের ঝামেলাগুলো মিমাংসা করতে। সেখানে গ্রামের গণ্যমান্যব্যক্তিরাসহ শালিস করতে গিয়েছিলাম। এছাড়া আর কিছু না। যারা গাছ কেটেছিলো তাদের সম্পর্কেও জানি না আমি।
এই বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।