চান্দিনায় কোটি টাকার গার্মেন্টেস পণ্য আত্মসাতের চেষ্টা

 

inside post

আমোদ রিপোর্টার।।

কুমিল্লার চান্দিনায় চালক হেলপারের সহায়তায় কোটি টাকার কাভার্ডভ্যান ভর্তি গার্মেন্টেস পণ্য আত্মসাতের চেষ্টাকালে আটজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-১১। চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের ভাগুচি এলাকা থেকে এক কোটি টাকা মূল্যের গার্মেন্টস পণ্যসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করে র‌্যাব। আটজনকে আটক করলেও আরও সাতজন পালিয়ে যায়। রোববার আসামিদের কারাগারে পাঠানো হয়।

আক করা হয়- খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন হাটিমোড়া গ্রামের তারাব আলীর ছেলে মো. জয়নাল আবেদীন (৪০), সে চট্টগ্রাম পাহাড়তলি থানাধীন সাগরিকা ভিটেক এলাকায় ভাড়ায় বসবাস করে। একই জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে মো. মাসুম বিল্লাহ (২৭), নোয়াখালী জেলার চরজব্বার উপজেলাধীন সুবর্ণচর গ্রামের আমীর হোসেনের ছেলে রিয়াজ (২৮), একই গ্রামের মো. রাশেদ (২৬), কুমিল্লার জেলার চান্দিনা উপজেলার ছোট কলাগাঁও গ্রামের আলী মিয়ার ছেলে মো. আহাম আলী (৪৫), চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলার উত্তর সোনারপাড় এলাকার রঙ্গু মিয়ার ছেলে মো. জমির আলী (৬৫), একই গ্রামের জাকির হোসেনের ছেলে মোশারফ হোসেন (৪০) ও ওবায়দুল হকের ছেলে মো. দিদারুল আলম (২৮)।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদমজী র‌্যাব-১১ এর নায়েব সুবেদার মো. মজিবুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান- শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন পাখিরমোড় এলাকায় টহলরত অবস্থায় জানতে পারি, গাজীপুর থেকে কাভার্ডভ্যান গার্মেন্টস পণ্য রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার সময় গাড়ি চালক ও হেলপারের সহযোগিতায় একটি চক্র ওই মালামাল আত্মসাতের উদ্দেশ্যে চান্দিনার ভাগুচি ব্রিজ এলাকায় পণ্যগুলো চুরি করছে। খবর পেয়ে আমরা রাত পৌঁনে ১১টায় ঘটনাস্থলে গিয়ে আটজনকে আটক করি, সাতজন পালিয়ে যায়। এসময় অন্তত কোটি টাকা মূল্যের গার্মেন্টেস পণ্য উদ্ধার করি। পরবর্তীতে জানতে পারি পণ্যগুলো আলফা ড্রেসওয়্যার লিঃ নামে একটি ফ্যাক্টরির। রপ্তানির উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল।

চান্দিনা থানার ওসি শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- র‌্যাব-১১ থেকে আটজন আসামিসহ কাভার্ডভ্যান ভর্তি পণ্যগুলো থানায় জমা দেয়। আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।

আরো পড়ুন