চৌদ্দগ্রামে আ’লীগ নেতা গ্রেফতার

 

inside post

উপজেলা রিপোর্টার, চৌদ্দগ্রাম।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অপারেশন ডেভিল হান্টে আ’লীগ নেতা মাহাবুবুর রহমানকে গ্রেফতার শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি কাশিনগর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি। বুধবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ আ’লীগের অসংখ্য নেতাকর্মী এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরই মধ্যে ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমানও দীর্ঘদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় বর্তমান অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নেতাকর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করছেন। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্টে থানা পুলিশ ইউনিয়নের যাত্রাপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাহাবুবুর রহমানকে গ্রেফতার করে। গত ইউপি নির্বাচনে তিনি গাড়ি মার্কায় চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন।
চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার সানা উল্লাহ বলেন, ‘মাহাবুবুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন