চৌদ্দগ্রামে কোরবানির টাকা চুরি

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরায় বসতঘরের তালা ভেঙ্গে ২ ভরি স্বর্ণ, কোরবানির নগদ টাকাসহ প্রয়োজনীয় জিনিষ চুরি হয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রাশেদা আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২২শে মে বৃহস্পতিবার রাশেদা পশ্চিম চান্দিশকরার বসতঘরের গেটে তালা দিয়ে পিতার বাড়িতে বেড়াতে যায়। ২৩শে মে শুক্রবার সকালে চুরির খবর পেয়ে বাড়িতে ফিরে আসেন। তিনি জানান, গত শুক্রবার (২৩শে মে) রাতের যে কোন সময়ে চোরচক্র তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ২ ভরি স্বর্ণ, কোরবানির জন্য পাঠানো ৪৫ হাজার টাকা, ওয়ারড্রপ ও আলমিরায় থাকা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার এএসআই তুহিন হোসেন জানান, চুরির ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরে কেউ না থাকার সুযোগে পেছনের জানালা দিয়ে প্রবেশ করে চুরি করেছে চোরচক্র।

আরো পড়ুন