বাজার কাঁপাবে ৮০০ কেজির বাদশা ও লালু

inside post

সানোয়ার হোসেন,চৌদ্দগ্রাম।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আসন্ন ঈদ গরু বাজার কাঁপাবে ৮০০ কেজির ‘বাদশা ও লালু।’ একসাথে বেড়ে ওঠা ফ্রিজিয়ান বাদশা ও শাহি ওয়াল লালুর মালিক দাম হাঁকিয়েছেন ১৬ লাখ। সর্বোচ্চ ওজন ও সৌন্দর্যে হৈচৈ ফেলেছে স্থানীয়দের মাঝে।

জানা গেছে, বাছুর বয়স থেকে দুটি ষাঁড় গরুকে লালনপালন করে আসছেন পৌরসভার রামরয় গ্রামের জান্নাত ডেইরির মালিক সবুজ। আদর করে ফ্রিজিয়ান জাতের কালো গরুটিকে নাম দিয়েছেন বাদশা ও লাল শাহিওয়ালকে লালু। সকাল বিকাল পরম যত্নে খাওয়ান খাবার। দেশীয় ঘাস ভূষি ও সাইলেজ খেয়ে বড় হয়েছে বাদশা ও লালু। বিশালদেহী এই দুই ষাঁড় দেখতে প্রতিদিন ভিড় করেন উৎসুক জনতা। কোলাহলমুক্ত রাখতে বন্ধ রাখতে হয় খামারের গেট। আকর্ষণের কেন্দ্রে থাকা বাদশা ও লালুর দাম হাঁকানো হয়েছে ৮ লক্ষ টাকা করে।

জান্নাত ডেইরির মালিক সবুজ জানান, আসন্ন কোরবানির ঈদে আমার খামারে ক্রেতাদের জন্য প্রস্তুত বিভিন্ন জাতের ৫০ গরু। তারমধ্যে ৮০০ কেজির বাদশা ও লালু রয়েছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। ১০ ফুট দৈর্ঘ ও ৫ ফুট উচ্চতার লালু বাদশাকে প্রতিদিন ১০ কেজি খাবার দিতে হয়। গোসল করাতে হয় দৈনিক দুইবার।

বাদশা ও লালু সম্পর্কে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, পশুপাখি কথা বলতে পারেনা, কিন্তু তাদের চোখেমুখে আচরণে প্রেম ভালবাসা ফুটে উঠে। পশুর প্রতি পশুর যে টান সেটা আপনি দেখতে পাবেন চৌদ্দগ্রামে জান্নাত ডেইরির গরু বাদশা ও লালুর মাঝে। এরা হচ্ছে বন্ধুবৎসল, একে অপরের অনুপস্থিতি সহ্য করতে পারেনা। একসাথে বেড়ে উঠা এই গরু দুটির বন্ধুত্ব দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।

আরো পড়ুন