চৌদ্দগ্রামে বিনামূল্যে ৫ হাজার মানুষের চিকিৎসাসেবা

প্রতিনিধি।।

inside post

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা ও পদুয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ওয়ান স্টপ সার্ভিস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ হাজার নারী-পুরুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া অর্ধ শতাধিক শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে। সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর তত্ত্বাবধানে, মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির আর্থিক সহযোগিতা ও ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির পরিচালক ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন নবীনগর সরকারি কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান ড. সালা উদ্দিন আফসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুল হক মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির বকুল, জহির উদ্দিন রাসেল, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাস্টার মোঃ ইয়াছিন, মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটি বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, সমাজসেবক মাওলানা কুতুব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, আলকরা হাফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সমাজ সেবক মাহফুজুর রহমান ভুঁইয়া, মজিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষের মাঝে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখের বিভিন্ন সমস্যায় ওষুধ বিতরণ করা হয় এবং ৪০ জন রোগীর আগামী বুধবার বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। মেডিকেল ক্যাম্পে চার শতাধিক রোগীর আল্ট্রাসোনগ্রাফি, আট শতাধিক রোগীর ইসিজিসহ ইউরিন টেস্ট, ডায়াবেটিকস ও রক্ত পরীক্ষা করা হয়।

আরো পড়ুন