চৌদ্দগ্রামের সাবেক এমপি ডা. তাহেরের বাড়ি ভাংচুর
প্রতিনিধি:
কুমিল্লা চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরার বাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। শনিবার কুমিল্লা নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত এই দাবি করে। ডা. তাহের জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, ২৫-৩০ জন সন্ত্রাসী ডা. তাহেরের বাড়িতে নির্বিচারে ভাংচুর চালায়। এসময় তারা সাবেক এমপি ডাক্তার তাহেরের বাড়িসহ নিরীহ মানুষের ঘরবাড়িতে হামলা চালায় । এছাড়াও ডাঃ তাহেরের চাচাতো ভাই ফয়েজ আহমেদ এবং পাশ্ববর্তী দিনমজুর শাহআলমের বাড়ি, গ্রামবাসী তাহের মিয়াজীর মাইক্রোবাসসহ বিভিন্ন ঘর বাড়িতে হামলা ও ভাংচুর করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,জেলা সেক্রেটারি ড.সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী,চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান,সেক্রেটারি বেলাল হোসাঈন ও চৌদ্দগ্রাম পৌর আমীর জয়নাল আবেদীন প্রমুখ।
এদিকে ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত।