জাতীয় কবির জন্মদিনে শ্বশুর বাড়ি কুমিল্লায় নানা আয়োজন

 প্রতিনিধি।।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ^শুর বাড়ি কুমিল্লাতে নানা আয়োজন করা হয়। ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে নগরীর চর্থায় শচীন দেব বর্মণের বাড়িতে বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোঃ শাহেদ। আরো বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষ ও আইসিটি) ফাহমিদা মোস্তফা। এর আগের নজরুল ইন্সটিটিউটের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

inside post


এদিকে জেলার মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৌলতপুরে কবির ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আলম, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, কবি নজরুল অনুরাগী সাইফুর রহমান বকুল ও একরামুল হক দিপুসহ অন্যান্যরা। দুইটি অনুষ্ঠানে বক্তারা নজরুল স্মৃতি রক্ষার দাবি জানান।
উল্লেখ্য- কবি নজরুলের স্ত্রী নার্গিস ও প্রমীলার বাড়ি কুমিল্লায়।

আরো পড়ুন