‘জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জাতি কখনও ভুলবে না’
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই বিপ্লব স্মরণসভা পালিত
জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনাপ্রবাহ নিয়ে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে জুলাই বিপ্লব-২০২৪ শিরোনামের ব্যতিক্রমী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে বিগত ছাত্র-জনতার আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা মোঃ আমিন আহমেদ মিয়াজী । অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, সহকারী অধ্যাপক তাহমিনা হোসেন চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ। বক্তারা বলেন- জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের ত্যাগের কথা বাঙালি জাতি কখনও ভুলবে না। কারণ তারা নিজেদের কোনো চাওয়া-পাওয়া থেকে এ আন্দোলন করেননি। জগদ্দল পাথরের মতো চেপে বসা ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতেই তারা জীবনবাজি রেখে রাজপথে নেমেছিলেন। তাদের কথা স্মরণ করে আগামীতে বৈষম্যমুক্ত দেশ গড়ার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জুলাই-আগস্টের শহীদদের নিয়ে নাটক ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপনা করেন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের থিয়েটারের সদস্যরা। -প্রেস বিজ্ঞপ্তি।