‘তরুণ প্রজন্মকে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে’

কুমিল্লা আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লা আইডিয়াল কলেজে কুইজ প্রতিয়োগীতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। কুমিল্লা আইডিয়াল কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য আবদুস সামাদ,পদার্থবিজ্ঞান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার,একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী মরিয়ম আক্তার, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীু মো.বশির উদ্দিন।
অনুষ্ঠানের কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাকিস্তানি শাসন—শোষণের বিরুদ্ধে সংগ্রামের সূচনা করেছিল। ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ, দুই লক্ষ মা—বোনের সম্ভ্রম ও অসংখ্য মুক্তিযোদ্ধার অকুতোভয় লড়াইয়ের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যাদের দূরদর্শী নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা শুধু একটি জাতির রাজনৈতিক মুক্তির নাম নয়, এটি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তিরও প্রতীক। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীতের পর স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রভাষক মো: শারমিন আক্তার।
এতে উপস্থিত ছিলেন প্রভাষক হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সুনীল চন্দ্র দাস, অন্যন্যা ব্যানাজী, নাহিন আক্তার। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে উপহার হিসেবে বই প্রদান করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি।

inside post
আরো পড়ুন