তাৎপর্যবহ জুমার দিন আজ

আমোদ ডেস্ক।।

মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম সমাজে জুমার দিনটিকে পৃথিবীর অন্যতম তাৎপর্যবহ দিবস হিসেবে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন।

 

 

রাসূলুল্লাহ (সা.) এর মদিনায় যাওয়ার পর একবার মদিনার আনসার সাহাবিরা আলোচনায় বসেন। তারা বললেন , ইহুদিদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট রয়েছে, যে দিনে তারা সবাই একত্রিত হয়। নাসারারাও সপ্তাহে একদিন একত্রিত হয়। সুতরাং আমাদের জন্য সপ্তাহে একটি দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব, নামাজ আদায় করব।

 

 

জুমার দিনের গুরুত্বপূর্ণ ১১ টি আমল। নিচে অনলগুলো দেয়া হলো-

১। আগে আগে ঘুম থেকে উঠা।

২। বেশি বেশি দুরুদ পাঠ করা।

৩। আগে আগে মসজিদে আসা।

৪। দোয়া করা কারণ এদিনে দোয়া অধিক পরিমানে কবুল হয়।

৫। কাতার ভেঙে সামনে যাওয়া নিষেধ।

৬। সূরা কাহাফ তিলাওয়াত করা।

৭। গোসল করা।

৮। সুগন্ধি ব্যবহার করা।

৯। পায়ে হেটে মসজিদ যাওয়া।

১০। খুতবার সময় চুপ থায়।

১১। তাহিয়াতুল মসজিদ আদায় করা।

 

 

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমার দিনটি বিশেষ আমল ও ইবাদতে নিমগ্ন থাকা। কোরআন সুন্নাহর ওপর যথাযথ আমল করা। যথাযথ প্রস্তুতি নিয়ে জুমার নামাজ আদায় করা। জুমার দিনটি কোরআন তেলাওয়াত, দরূদ ও দোয়ার আমলে অতিবাহিত করা।