`দেশের মানুষ শুধু পরিবর্তন নয়-সুশাসনের নিশ্চয়তা চায়’

প্রতিনিধি।।
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী ব্যরিস্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া বলেছেন, আমরা এমন এক সময়ে রাজনীতি করছি যখন দেশের মানুষ শুধু পরিবর্তন নয়—সুশাসনের নিশ্চয়তা, ন্যায়বিচার, মানবিক রাজনীতি এবং পরিচ্ছন্ন নেতৃত্ব চাচ্ছে।

inside post

শনিবার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যরিস্টার যোবায়ের বলেন, ২০২৪ এর পর মানুষের আকাঙ্খা শুধু একটি দলের ক্ষমতার পরিবর্তে আরেকটা দল আসবে এবং ক্ষমতা গ্রহণ করবে তা নয়। মানুষ গদির পরিবর্তন চায় না। মানুষের আকাঙ্খা অনেক বড়। মানুষ সুশাসন, ন্যায় বিচার, নতুন বন্দোবস্ত এবং নতুন রাজনীতি চায়। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। আমরা নতুন করে বাংলাদেশকে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছি এবং স্বচ্ছ রাজনীতি পরিচালনার জন্য কাজ করছি।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আপনার নিরাপত্তা থাকবে। যেখানে আপনাকে পুলিশ অযথা হয়রানি করবে না, যেখানে রাজনৈতিক নেতাদের অত্যাচার থাকবে না, ব্যবসা করতে বাড়ি করতে কাউকে চাঁদা দিতে হবে না, সরকারি দপ্তর সেবাগ্রহীতাদের ঘুষ দেয়া লাগবে না। আমরা চাই সবাই স্বাধীনভাবে সমাজে মাথা উঁচু করে বসবাস করবে।

সাংবাদিকদের কাছে সহযোগিতা চেয়ে ব্যরিস্টার যোবায়ের বলেন, দেশে অনেক বড় দল আছে। আপনারা যদি সবসময় বড় দলের নিউজই করেন, তাদেরকে হাইলাইট করেন। তা হলে ছোট দলেও যে যোগ্য প্রার্থী আছে, তাদেরকে হাইলাইট না করেন, তা হলে মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা আছে, রাজনৈতিক চিন্তা আছে, নতুন বন্দোবস্ত সম্পর্কে ধারণা আছে এবং রাজনীতি করার জন্য যারা উপযুক্ত তারা পিছিয়ে পড়বে। আপনাদের সহযোগিতা পেলে তারা এগিয়ে যেতে পারবে। তা হলে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। এই জন্য আপনাদের কাছে আহবান থাকবে আমাদের যৌক্তিক কথা ও পরিবর্তনের কথাগুলো তুলে ধরুন।

এ সময় কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনের মনোনীত প্রার্থী মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের মনোনীত প্রার্থী ড. ইঞ্জি. এম শাহেদুল ইসলাম, কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের মনোনীত প্রার্থী মো. শফিউল বাশার ও এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন