পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া পৌরসভায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং।
তারা হলেন, পৌরসভার ৫ নং ওয়ার্ড সাহারপদুয়া গ্রামের পোদ্দার বাড়ির বিপ্লব পোদ্দারের মেয়ে পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী নিধি পোদ্দার (৯) ও রিপন পোদ্দারের মেয়ে বন্নি পোদ্দার (৯)।
জানা গেছে, বাড়ির পাশের স্কুলে তারা পড়াশোনা করেন। স্কুলের বিরতির সময় তারা বাড়িতে খাবার খেতে ও গোসল করতে আসে। প্রতিদিন তারা মোটরের পানিতে গোসল করতো। কিন্তু বিদ্যুৎ না থাকায় পুকুরের পানিতে গোসল করতে যায়। কিন্তু দীর্ঘক্ষণ না আসায় স্বজনরা তাদের পুকুরে দেখতে যায়। এসময় তাদের ভাসতে দেখে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, এটি দুঃখজনক ঘটনা। আমরা দুই পরিবারকে সৎকারের জন্য ২৫ হাজার টাকা অনুদান দিয়েছি। আমরা সকলকে বলবো সন্তানদের নজরে রাখুন।
