প্রকৌশলীকে লাথির হুমকি জামায়াত নেতার

প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের প্রকৌশলীর অফিস কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহবুব আলম মুন্সী মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি।
ভিডিওতে দেখা যায়, মুরাদনগর উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ অফিসে তার চেয়ারে বসে আছেন। তার সামনে মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী দাঁড়িয়ে থেকে তর্কবিতর্ক করছেন। এক পর্যায়ে প্রকৌশলীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সি বলেন, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটির বেহাল অবস্থা। সংস্কারের একটি আবেদন নিয়ে উপজেলা প্রকৌশলীর কাছে যাই। তিনি আবেদনটি দেখে গড়িমসি শুরু করেন। এক পর্যায়ে বলেন এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব। এক পর্যায়ে তিনি বলেন যদি রাস্তা ভেঙ্গে পানি জমে থাকে, তাহলে আপনারা গিয়ে বালতি দিয়ে সে পানি পরিষ্কার করেন। তখন আমিও উত্তেজিত হয়ে যাই। আমাদের মুরুব্বিরা এসে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে ঘটনাটির সুরাহা করেন। শর্ত অনুযায়ী আমার কাছে কিছু ভিডিও ছিল, তা আমি ডিলিট করে দেই। দুঃখজনক ব্যাপার হচ্ছে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণকে একাধিকবার ফোন ও এসএমএস দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।
মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস বলেন, যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। এক পক্ষ থেকে তো আসলে কোন ঘটনা তৈরি হয় না। যাই হোক বিষয়টি আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে বসে উপজেলা প্রকৌশলীর সাথে সুরাহা করেছি। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। এ ধরনের ঘটনা, না হওয়াটাই ভালো।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, তাদেরকে উপজেলা প্রকৌশলীর কাছে পাঠিয়েছি। ওখানে গিয়ে তারা আসলে কি করেছে তা জানি না। পরে তাদের নেতৃত্ব স্থানীয় লোকদেরকে ডেকেছিলাম। তারা এ বিষয়টির ওপর দুঃখ প্রকাশ করেছেন।

inside post
আরো পড়ুন