প্রাণের ভাষা; মাসুদা তোফা

 

 

inside post

অনাদরে অবহেলায় চলছে মায়ের ভাষা
লিখছি বানান যে যার মতন খেলছি যেনো পাশা।
সালাম বরকত রফিক জব্বার জীবন দিল আশায়
ভাষা হবে, বলবে কথা বাংলা মায়ের ভাষায়।

শিমুল পলাশ ফুলে হলো বর্ণমালার মালা
বায়ান্নতে রক্ত ঢেলে গাঁথলো ভাষার মালা।
শহিদদের সে রক্তের দামে বাংলা ভাষায় লিখি
ভালোবাসা কৃতজ্ঞতায় তাঁদের স্মরণ রাখি।

প্রাণের ভাষা পেলাম যখন রাখি তারে প্রাণে
বিশ্বজুড়ে আন্তর্জাতিক ভাষা দিবস মানে।
ভাষা এলো , স্বাধীন দেশের স্বপ্ন আশা এলো,
রক্তের দামে সোনার দেশের স্বপ্ন পূরণ হলো।
বিশ্ব সেরা হবে এদেশ স্বপ্ন শুধু দেখি
বুকের মাঝে এই ছবিটি সারাক্ষণই রাখি ।
বাংলা আমার প্রাণের ভাষা, প্রাণ জুড়ানো দেশটা
জনম জনম থাকুক মাগো ভালবাসার রেশটা
গর্ব যত ঋণ যে তত তোমার তরে আমার
বিপদ এলে রাখবো তোমায় বুক পকেটে জামার।

আরো পড়ুন