বাবাকে হত্যা করা কিশোর গ্রেফতার
প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার মুড়িয়ারা গ্রামে পারিবারিক কোলাহলে ছেলের ছুরিকাঘাতে জুলহাস মোল্লা নামে এক ব্যক্তি নিহত হন। সেই কিশোর রিমন আহাম্মেদ মোল্লাকে (১৫ বছর ৭মাস) ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।
তিনি জানান, নিহত জুলহাস মোল্লার ভাই আবুল কালাম আজাদ ( ৪৭ ) বাদী হয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পলাতক রিমন আহাম্মেদকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট জুলহাস মোল্লা ও তার স্ত্রী রুপা আক্তারের ঝগড়া চলাকালীন সময়ে তাদের একমাত্র ছেলে রিমন আহাম্মেদ মোল্লা বাবার পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১১ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি।