বিরহের যাতনা; মহিউদ্দিন চৌধুরী মাহিন

 

inside post

সুন্দর চাদের আলো
মিষ্টি শীতল হাওয়ায়
ঘুম আসে না আমার
কারণ মন যে নেই ভালো
মন পড়ে থাকে তোমার পাড়ায়
চোখ দিয়ে শুধু অশ্রু গড়ায়
এত সুখে থেকেও কাদিঁ
তোমারই বিরহে
অতীতের স্মৃতি ভুলে ফিরে এস
আমায় মনে করে
বিরহের যাতনা সহ্য হয়না
এ জীবনে
চেয়ে আছি পথ শুধু
তোমারই আগমণে

 

 

আরো পড়ুন