বুড়িচংয়ে আল্লামা ওবাইদুল  হক নঈমী  রহঃ স্মরণে মিলাদ মাহফিল

 

inside post
গত  ১৪ জুলাই মঙ্গলবার বিকাল ৪ টায় আহলে সুন্নাত ওয়াল জমা’আত বুড়িচং উপজেলা শাখার উদ্যােগে আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের  সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা শায়খুল হাদিস আল্লামা মুফতি মাওলানা ওবাইদুল হক নঈমী রহঃ এর স্মরণে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি মোঃ আবুল হোসেন আলকাদরীর সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর উপস্থাপনায় দলের অস্থায়ী কার্যালয়ে  অনুষ্ঠিত  হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মোঃ আবদুল কাদের শরীফ আলকাদরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,   পীরজাদা মাওলানা মোঃ শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী।  শুরুতে কোরআন তেলাওয়াত করেন, মোহাম্মদ মুফাচ্ছেল হোসেন সাদকপুরী ও নাতে রাসূল দরুদ পেশ করেন,মুহাম্মদ আতাুর রহমান জুনায়েদ ও শেখ শিবলী নূরুল্লাহ সাদকপুরী।
বক্তব্য রাখেন, গোসাইপুর মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ সফিকুর রহমান ভূইয়া, বুড়িচং  ইসলামিয়া  সুন্নিয়া  আলিয়া মাদ্রাসার সহ সুপার  মাওলানা গোলাম মোস্তফা, মোঃ কামরুল ইসলাম শিবলী সাদকপুরী, মাওলানা মোহাম্মদ মনির হোসেন, মাওলানা কারী মোঃ কুতুব উদ্দিন ভূইয়া, মাওলানা মোঃ জামাল উদ্দিন, মাওলানা মোঃ ওসমান বেগ, মাওলানা মুফতি মোঃ রেজাউল করিম নিজামী, মাওলানা মোঃ মামুনুর রশিদ মীরপুরী, মাওলানা৷ আবদুস ছালাম ফারুকী, খলিফা মোঃ আবদুল কাদের ভান্ডারী,   নাজির খন্দকার খলিফা, মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম। এসময়ে বক্তারা বলেন, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী রহঃ ছিলেন সুন্নী জনতার অভিভাবক। তিনি, সুন্নিয়ত প্রতিষ্ঠার এক সিপাহসালার অতুলনীয় কান্ডারী। আল্লামা নঈমী রহঃ আহলে সুন্নাতের প্রচার – প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে  অনন্য ভূমিকা রেখে গেছেন।  তিনি,    জীবনের শেষ  পর্যন্ত সুন্নিয়তের মূলধারার নেতৃত্ব দিয়েছেন। তিনি তাঁর কর্মগুনে সুন্নি জনতার নিকট অবিস্মরণীয় হয়ে থাকবেন।  উপস্থিত ছিলেন, মোঃ ওবায়দুল হ, মোঃ সজীব সাদকপুরী, মোঃ রুবেল, মোঃ ছানাউল হাসান, মোঃ সোলাইমান হোসেন, মোঃ হারুনুর রশীদ, এবাদুল হোসেন বাদল, মোঃ সফিকুল ইসলাম স্বপন, মোঃ কামরুল ইসলাম,  মোহাম্মদ মনির হোসেন খান ও মোঃ আবুল হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তি।।

আরো পড়ুন