ভাতার কার্ড আটকে রাখার অভিযোগে তিন ইউপি চেয়ারম্যানকে শোকজ
নৌকায় ভোট দেয়ার হুমকির অভিযোগ
প্রতিনিধি।।
কুমিল্লা-৬ সদর আসনের তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। সোমবার কুমিল্লা-৬আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এই শোকজ করেন। ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকির অভিযোগে এই শোকজ করা হয়। তিন চেয়ারম্যান হলেন,আমড়াতলী ইউনিয়নের কাজী মো. মোজাম্মেল হক,পাঁচথুবীর হাসান রাফি রাজু ও জগন্নাথপুরের মামুনুর রশিদ মামুন।
পৃথক তিনটি নোটিসে উল্লেখ করা হয়,কুুমিল্লা-৬ সদর আসনের ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা অভিযোগ করেন,আপনারা বিভিন্ন ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকির দিয়েছেন। নৌকায় ভোট দেয়ার পর কার্ড প্রেরত দেবেন বলে জানিয়েছেন। যা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। এবিষয়ে আপনাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে মর্মে উপযুক্ত প্রমাণসহ ২জানুয়ারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুমিল্লায় হাজিরের নির্দেশ দেয়া হলো।