ভিক্টোরিয়া কলেজের প্রশংসায় উপ মন্ত্রী নওফেল
আবু সুফিয়ান রাসেল।।
অনির্ধারিত সফরে গতকাল ভিক্টোরিয়া কলেজ পরিদর্শন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম.পি.। এ সময় করোনাকালে শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন মন্ত্রী। এ সময় তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, ডিজিটাল স্টুডিও, ইস্টাবিলিশমেন্ট অব ফরেন ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার (এফএলটিসি) ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন তিনি।
ভিক্টোরিয়া কলেজ উচ্চমাধ্যমিক শাখার ডিজিটাল স্টুডিও পরিদর্শন করে উপ মন্ত্রী নওফেল বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে অন্যতম সেরা স্টুডিও এটি। করোনা কালে চার হাজারেরও বেশী ভিডিও ক্লাস তৈরি করেছে এ কলেজ। যার মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা উপকৃত হবে। শতবর্ষী ভিক্টোরিয়া কলেজ শিক্ষা পরিবারের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূঁইয়া, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিঞা প্রমুখ।