মগবাড়ি চৌমুহনীতে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় রেজাউল কবীর বুলবুল (৫৮) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কুমিল্লা আদালতের উত্তর দিকের মগবাড়ি চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল কবীর বুলবুল নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। এঘটনায় মগবাড়ি এলাকার ব্যবসায়ী ও পুরাতন চৌধুরীপাড়ার এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা জানান, মগবাড়িতে তার একটি কনফেকশনারি দোকান রয়েছে। রেজাউল কবীর সাইকেল যোগে কিছু মালামাল নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। দোকানের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারি চালিত অটোরিক্সা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম বলেন,নগরীতে দীর্ঘদিন ধরে অটো রিকশার আগ্রাসন চলছে। কোন নিয়ম নীতি কেউ মানছেন না। এর আগে আমাদের এক সহকর্মী ও কয়েকজন শিক্ষার্থী অটো রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। এদের থামাতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

inside post
আরো পড়ুন