মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে গলা কেটে হত্যা

 প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ওই গ্রামের মো. জামান মিয়ার ছেলে। রবিবার পুলিশ ওই গ্রামের ব্যাটারিচালিত একটি অটোরিক্সা গ্যারেজের পেছন থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত বিল্লাল অটো রিক্সা চালাতেন।
পরিবারের অভিযোগ, ইয়াবা সেবন ও মাদক ব্যবসায় অনীহা প্রকাশ করায় পরিকল্পিতভাবে তাকে গলা কেটে হত্যা করেছে। যারা খুন করেছে তারা সবাই একই এলাকার।
নিহত বিল্লালের বাবা মো. জামান মিয়া জানান, বিল্লালকে যারা খুন করেছে তারা এক সঙ্গে মাছ শিকার করতো আবার ইয়াবা সেবনও করতো। তারা সবাই একই গ্রামের। সহযোগীরা সব সময় তাকে মাদক সেবন ও ব্যবসার জন্য চাপ দিত। কিন্তু এতে সে (বিল্লাল) রাজী হতো না। এ নিয়ে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরই জেরে শনিবার রাতে জসিম, নজরুল, বুধু, সেলিম, সারোয়ার, মহসিন, সুমন তাকে ইয়াবা সেবনের কথা বলে ডেকে নিয়ে জবাই করে হত্যা করে। তিনি ছেলের খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহতের পিতা মাতা একেক সময় একেক কথা বলছেন। একবার বলছেন মাদকের কথা, আবার বলছেন মাছ ধরার জাল চুরির অভিযোগের কথা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

inside post
আরো পড়ুন