যুবদল নেতাদের বিরুদ্ধে বিএনপি নেতার উপর হামলার অভিযোগ

 

inside post

অফিস রিপোর্টার।।

কুমিল্লা জেলা বিএনপির নেতা মো. শওকত আলী বকুলের উপর হামলার অভিযোগ
উঠেছে যুবদল নেতাদের বিরুদ্ধে। এনিয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান
আসামি মহিউদ্দিন, পাভেল, বাবু ও টিপুসহ অন্যান্য আসামিদের গ্রেফতার দাবি
করেছেন আহতের পরিবার। বৃহস্পতিবার বিকালে নগরীর একটি কমিউনিটি
সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত বকুলের স্ত্রী কানিজ ফাতেমা নুপুর ও
তার ছেলে মেয়েসহ বিভিন্ন পর্যায়ের স্বজনরা উপস্থিত ছিলেন। এদিকে মামলার ৪নং
আসামি মহানগর যুবদল সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর সংবাদ সম্মেলনে
দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী ও আহতের ছেলে শিক্ষানবিশ আইনজীবী মো.
শাখাওয়াত আলী সুজার বলেন, গত ২৭ ফেব্রুয়ারি আমার বাবা মো. শওকত আলী
বকুল নগরীর আমাদের বাসা সংলগ্ন নওয়াব বাড়ি চৌমুহনীর একটি সেলুনে সেভ
করা অবস্থায় টিপুর নির্দেশে কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন,পাভেল,বাবুসহ
আরো ১০/১১ জন হামলা চালায়। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাাতালে
তিনি চিকিৎসাধীন। ২৮ ফেব্রুয়ারি কুমিল্লা কোতয়ালী মডেল থানায়
মহিউদ্দিন, পাভেল, বাবু ও টিপুসহ অজ্ঞাত নামা ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করি।
এদিকে বুধবার রাতেও সন্ত্রাসী মহিউদ্দিন ভিডিও কলে আমাকেও মেরে ফেলার হুমকি
দিয়েছে। এদিকে মামলার ৪নং আসামি ইউসুফ মোল্লা টিপু বুধবার এক সংবাদ
সম্মেলন করে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তার বক্তব্য প্রত্যাখান
ও প্রতিবাদ করছি।
অপরদিকে ইউসুফ মোল্লা টিপু বুধবার এক সংবাদ সম্মেলন দাবি করেন, পূর্ব
বিরোধের জেরে শওকত আলী বকুলকে মারধরের মামলায় তাকে হুকুমদাতা উল্লেখ করে
আসামি করা হয়। তাকে ষড়যন্ত্রের মাধ্যমে আসামি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের
মাধ্যমে হয়রানির হাত থেকে রক্ষার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

উল্লেখ্য- গত ২৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা মো. শওকত আলী বকুলের উপর হামলা
করে দুর্বৃত্তরা। আহতের পরিবারের দাবি আসামিদের বিরুদ্ধে পরিবারের এক সদস্য
মামলা দায়ের করায় তারা বকুলের উপর হামলা করে।

আরো পড়ুন