রবীন্দ্রনাথের ১৬২তম জন্মতিথিতে কমলাঙ্ক সাহিত্য একাডেমির আলোচনা সভা
আবু সুফিয়ান রাসেল।।
রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন গান কবিতায়। প্রজন্ম থেকে প্রজন্ম রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম চর্চা অব্যাহত। কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, ও দার্শনিক। তবে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন গান কবিতায়। শনিবার (৬ মে) কমলাঙ্ক সাহিত্য একাডেমি কুমিল্লার মাসিক সাহিত্য আসরে রবীন্দ্রনাথ ঠাকুর ১৬২তম জন্মতিথি উপলক্ষে আলোচনা সভায় এ বক্তব্য রাখেন অতিথিরা। কুমিল্লা কালেক্টরি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আলী হোসেন চৌধুরী। আলোচনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, একাডেমির সাধারণ সম্পাদক কবি অধ্যক্ষ নার্গিস আক্তার, আবৃত্তিশিল্পী বদরুল হুদা জেনু, অধ্যক্ষ সফিকুর রহমান, জুবাইদা নূর খান, গল্পকার আহাম্মেদ কবীর প্রমুখ। গান পরিবেশন করেন রাহেলা আক্তার জ্যোতি । সঞ্চালনা করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু।
আলোচনায় অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, স্বদেশ অংশে তাঁর গানগুলো দেশপ্রেম-মূলক। সোনার বাংলাকে ভালবাসা এবং বাংলায় জন্ম নিয়ে তাঁর জন্ম যে সার্থক হয়েছে সেভাবেই উচ্চারণ করেছেন। আমাদের জাতীয় সংগীত লিখেছেন রবীন্দ্রনাথ। তিনি শিলাইদহে এসেছেন বলে এ গান লিখেছেন।
বাংলা সাহিত্যের কথা চিন্তা করলে রবীন্দ্রনাথ ছাড়া চিন্তা করা যায় না। তিনি ছিলেন মানবিক মানুষ।
প্রসঙ্গত, পঁচিশে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন।