‘রাজনীতিবিদ ও আমলা কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে’

কত মেধাবী জীবন দিলো আরেক দিকে একদল লুটপাট নিয়ে ব্যস্ত
– চরমোনাই পীর
উপজেলা রিপোর্টার,চান্দিনা।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হলো, কত মেধাবী জীবন দিলো আরেক দিকে একদল লোক লুটপাট নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের মোকামবাড়ী শাহী ঈদগাহ্ মাঠে রবিবার (৬ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচারসহ ৪ দফা দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে তিনি বলেন- ‘ঐক্যের ডাক এসেছে। আমরা চাই ইসলামী দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে।’
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ চান্দিনা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, বরিশালের জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফ্তী হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব প্রকৌশলী আশরাফুল আলম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নূর হোসাইন প্রমুখ।
তিনি আরও বলেন- ‘ভারতে মুসলমানরা তাদের ধর্মীয় নিয়ম-কানুন পালন করতে পারে না। বিজাতিরা বিশ^ দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায়। আসলে ইসলাম শান্তির ধর্ম। ভয়ের জিনিস না। ইসলামে চোরের হাত কাটার নিয়ম আছে। তবে ব্যাখ্যাটা জানতে হবে। চোর দুই প্রকার, অভাবি চোর, স্বাভাবী চোর। ক্ষুধার জ্বালায় বা অভাবি চুরি করলে তাকে ক্ষমা করা যায়। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ ও আমলারা হচ্ছে স্বভাবী চোর। তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে।’

inside post
আরো পড়ুন