রোজায় ডায়াবেটিস রোগীদের সতর্কতা বিষয়ে সেমিনার

প্রতিনিধি।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী (সচেতনতা দিবস) উপলক্ষে ‘রোজা ও ডায়াবেটিস: স্বাস্থ্য ঝুঁকি, সতর্কতা ও করণীয় শীর্ষক’ সেমিনার ও ‘আপনজন সম্মাননা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফ্রেরুয়ারি) বিকালে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিস সমিতির উদ্যাগে নগরীর একটি রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোমিও ও দেশজ চিকিৎসা’র পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এএমসি) ডা. মোঃ আবু জাহের।


সেমিনারে বক্তারা বলেন, ডায়াবেটিস মানবদেহে বহু জটিলতা তৈরি করে। এই রোগ হলে অন্ধত্ব, হৃদরোগ, কিডনি রোগ, স্ট্রোক ও পঙ্গুত্বের মতো অন্য সব রোগ দেহে বাসা বাঁধবে। ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস প্রতিরোধে সচেতন হতে হবে। নিয়মিত ব্যায়াম, খাদ্যে শর্করার পরিমাণ কমানো, ওজন নিয়ন্ত্রণে রাখা ও ধূমপান থেকে বিরত থাকতে হবে। ফাস্টফুড, জাঙ্কফুড, তেল ও চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। নিয়মিত শারীরিক পরিশ্রম করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়।
এছাড়া সামনে পবিত্র মাহে রমজান। এসময়ে, ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন। যাদের সামর্থ্য আছে তাদের ডায়াবেটিস এমন কোনো বাধা নয়। প্রয়োজন পূর্বপ্রস্তুতি। রমজানের পূর্বপ্রস্তুতি নিয়ে যারা রোজা রাখেন তাদের হাইপোগ্লাইসেমিয়াসহ অন্য জটিলতা রমজানের পূর্বের চেয়েও অনেক কম হয়।
এসময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রেজা মোঃ সারওয়ার আকবর, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এড. আ. হ. ম তাইফুর আলমের সভাপতিত্বে মূখ্য আলোচক ছিলেন, ডায়বেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. মোঃ মহিউদ্দিন, মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইজাজুল হক, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আবদুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শামীমা আকতার রেখা। সূচনা বক্তব্য রাখেন, ব্রাহ্মণপাড়া ডায়বেটিক সমিতির অনারারি কনসালটেন্ট ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম। এসময় অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইউমকে আপনজন সম্মাননা প্রদান করা হয়।