সকল ধর্মই শান্তির বার্তাবাহক

প্রতিনিধি।।

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) বরুড়ার একটি অভিযাত রেস্টুরেন্টের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সকল ধর্মই শান্তির বার্তাবাহক। রমজান মাসও শান্তির বার্তা বহন করে। সংযত হলে নির্দেশ দেয়। আজকের আয়োজনও তার একটি চিহ্ন।

এসময় অতিথিরা সুন্দর আয়োজনের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীদের সাধুবাদ জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা. সিফাত সালেহ।

এসময় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও কর্মচারীসহ উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।