সসাসের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা কুমিল্লার অডিশন সম্পন্ন
সসাসের জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা কুমিল্লার অডিশন সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি।।
“সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ” এই স্লোগানকে সামনে রেখে কাজ করে আসছে সমন্বিত সাংস্কৃতিক সংসদ,সসাস। তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী চলছে ৫ম জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা “সেরাদের সেরা’২৩”। প্রতিযোগিতার কুমিল্লা অঞ্চলের জেলা পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হয় নগরীর ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে। উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ,সসাসের সাবেক নির্বাহী পরিচালক মোঃ শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান জনাব নোমান হোসেন নয়ন। উক্ত প্রতিযোগিতায় আরো উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ, সসাসের সংগীত পরিচালক রাশেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক মোশারফ মুন্না,তিলাওয়াত সম্পাদক ডিএম জুবায়ের ইসলাম প্রমুখ। উক্ত প্রতিযোগিতার পরিচালনায় ছিলেন সিন্দাবাদ সাহিত্য সাংস্কৃতিক সংসদের বর্তমান পরিচালক মো. মাসুম বিল্লাহ এবং সহকারী পরিচালক গাজী আসিফ মাহমুদ। ব্যবস্থাপনায় ছিলেন প্লাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও গোমতী সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক মোঃ মহিউদ্দিন আজাদ। প্রতিযোগিতা শেষে তিলাওয়াত, ইসলামী সংগীত, আবৃত্তি ও অভিনয়ের ‘ক’ ও ‘খ’ বিভাগের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন উক্ত অনুষ্ঠানের অতিথিবৃন্দ।