ছুটির ঘন্টা বাজিয়ে অবসের গেলেন তিনি

প্রতিনিধি।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অফিস সহায়ক প্রীতি রঞ্জন পাল। দীর্ঘ ৪০ বছর ধরে ছুটির ঘন্টা বাজিয়েছেন। অবসরে যাওয়ার অনুষ্ঠানে ঘন্টা বাজিয়ে নিজেই ছুটি নিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার বিকালে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করে। এসময় প্রীতি রঞ্জন পালকে সম্মাননা ক্রেস্ট, উপটোকন এবং আর্থিক চেক প্রদান করা হয়। পরে শিক্ষার্থীরা মানব প্রাচীর তৈরির মাধ্যমে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদ্যালয় আঙ্গিনা অতিক্রম করে মোটর শোভাযাত্রায় বাড়িতে পৌঁছে দেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশ্রাফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মাওলানা শফি উল্লাহ, অভিভাবক প্রতিনিধি মনির হোসেন, শিক্ষক প্রতিনিধি লক্ষণ চন্দ্র মজুমদার, মনির হোসেন, সালাহ উদ্দিন, ওয়ালিউর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রীতি রঞ্জন পাল বলেন,স্কুল মাঠে প্রতিটি ঘাসের সাথেও সম্পর্ক হয়ে গেছে। স্কুল ছেড়ে যেতে মন চায় না। তবু যেতে হবে। আমার স্কুল বিদায়ের দিন যে ভালোবাসা দিয়েছে তা ভুলার নয়। সবার কাছে দোয়া চাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান মোল্লা বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার। কেননা আত্মার আত্মীয়কে বিদায় দিয়েছি। তিনি দীর্ঘ ৪০ বছর আমাদেরকে সেবা দিয়েছিলেন। আমরা দোয়া করি তিনি যেন সুস্থ থাকেন।
