হেফাজতের আমীরের সাথে সাক্ষাৎ ও আলেমদের কবর জিয়ারত
মহিউদ্দিন আকাশ :
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে নিজের নির্বাচনী আসন কুমিল্লা মুরাদনগরে শোকরানা মাহফিলসহ নানান কর্মসূচিতে ব্যস্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
এরই মাঝে আলেম ওলামাদের সাথে ভালবাসার টানে ছুটে যান বাংলাদেশের সর্ববৃহৎ ধর্মীয় বিদ্যাপিঠ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাসহ বেশ কয়েকটি দেশ সেরা কাওমী মাদ্রাসায়।
সফরের শুরুতেই তিনি চট্টগ্রামের ফটিকছড়ি বাবুনগর মাদ্রাসায় যান। এ সময় তাকে অভ্যর্থনা জানান বাবুনগর মাদরাসার আলেম ওলামাসহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। এসময় তিনি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবউল্লাহ বাবুনগরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। হেফাজতে ইসলামের আমিরের স্বাস্থ্যের খবর নেন সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হেফাজতে ইসলামের আমিরের সাথে শুভেচ্ছা বিনিময়কালে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। দীর্ঘ আলাপ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।
দীর্ঘ ১৩ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল্লাহর শুকরিয়া আদায় করে হেফাজতে ইসলামের আমির বলেন- এদেশের আলেম ওলামারা কায়কোবাদ সাহেবকে খুব ভালবাসেন। কারণ তিনি সব সময়ই আলেম ওলামা মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখেন। তার মত দ্বীনদার পরহেজগার নেতা সকল থানায় থাকলে দেশের মানুষ উপকৃত হত। আল্লাহ রাসুল ইসলাম নিয়ে কেউ কটুক্তি করার সাহস পেত না। তিনি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।
সেখান থেকে নানুপুর ওবায়দিয়া মাদ্রাসায় যান সাবেক মন্ত্রী কায়কোবাদ। সেখানে নানুপুর মাদ্রাসার প্রিন্সিপাল পীরে কামেল মাওঃ সালাহউদ্দিন নানুপুরীসহ মাদরাসা ও দরবারের হাজার হাজার ছাত্র শিক্ষক ও তৌহিদী জনতা শুভেচ্ছা জানান।
সাবেক মন্ত্রী কায়কোবাদকে নিজেদের অভিভাবকই মনে করেন আলেম ওলামা পীর মাশায়েখ ও কুরআন প্রেমী জনতা। আল্লাহ তায়লা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জাতীর খেদমতে আরো নেক হায়াত দান করুক বলে মন্তব্য করেছেন নানুপুরের বর্তমান পীর মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
তারপর তিনি দেশের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায মেখল মাদরাসায় যান। বিশ্বব্যাপী স্বনামধন্য আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদরাসায় গেলে
মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা খলিল আহমদ ক্বুরাইশী,মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা মুনির আহমদ, মাওলানা শফিউল আলম, মাওলানা আবদুস সবুরসহ সমস্ত উস্তাদগন অভ্যর্থনা জানান সাবেক এ মন্ত্রীকে।
কাওমী অঙ্গনের সবচেয়ে বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার উস্তাজ তোলাবার ভালবাসায় সিক্ত সাবেক মন্ত্রী ও ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- আলেম ওলামারা নবীদের ওয়ারিশ। তাদের সম্মান করলে আল্লাহ খুশি হোন। আর তাদের যারা বেইজ্জত করে জুলুম নির্যাতন করে আল্লাহ তাদেরকে বেইজ্জত করেন। আলেম ওলামাদের সম্মান করুন। আল্লাহর বিধানমতে জিবন পরিচালনা করার আহবান জানান তিনি।
এ সময় তিনি শীর্ষ দুই আলেমকে নিয়ে স্মৃতিচারণ করে আবেগতাড়িত হয়ে বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়গ ও জীবনের হুমকি নিয়ে ১৩ বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর যিয়ারত করেছি। এরপরই দুই আকাবিরের কবর যিয়ারত ও শীর্ষ আলেমদের সাথে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন দেশ, জাতি, উম্মাহ ও দ্বীনের কল্যাণে কাজ করে যেতে পারি।
আলেম ওলামাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফি (রঃ) আওয়ামী লীগের নির্যাতনের শিকার সাবেক আমির শহীদ
আল্লামা জুনায়েদ বাবুনগরী (রঃ) মুফতীয়ে আজম ফয়জুল্লাহ রঃ, আল্লামা জমিরউদ্দীন নানুপুরী রঃ,আল্লামা সুলতান আহমদ নানুপুরী ,আল্লামা হারুন রঃ এর কবর যিয়ারত করেন।
বিশেষ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আওয়ামী জালিম স্বৈরশাসকের বিচারিক হত্যাকান্ডের শিকার শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী কবর জিয়ারত করেন।
দীর্ঘ এ সফরে সাবেক ৫ বারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সাথে
সফরসঙ্গি হিসাবে ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওঃ গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানীসহ বিএনপি নেতৃবৃন্দ।