অর্থমন্ত্রীর জন্য ভোটের মিনতি নাঙ্গলকোট ওসির
আরো পড়ুন:
অফিস রিপোর্ট ।।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য প্রকাশ্যে ভোট চেয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন ।
মঙ্গলবার (১৫ আগস্ট ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রীর জন্য ভোট চান তিনি। মঙ্গলবার বিকেলে তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, নাঙ্গলকোটের মানুষ গণহারে ও গণমানুষের মতো করে ওনাকে (লোটাস কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার মনের দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন যে, আমি যদি পূর্বের ইতিহাস শুনি তাহলে নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাটও ঠিকভাবে ছিল না। উনি যখন আসলেন, তখন আপনাদের মন জয় করলনে এবং আপনাদরেকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন।
অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়ার বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।
কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ভিডিওটি আগে দেখতে হবে। তারপর বলতে পারব।