আখাউড়ার সাত যুবকের মানবিকতা

মো.ফজলে রাব্বি,আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।।

“মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না অ বন্ধু ” ভূবেন হাজারিকার কালজয়ী এই গানটি সার্থকতা করলেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভাটামাথা যুব উন্নয়ন ব্লার্ড ডোনেশন এর সাতজন যুবক। গতকাল রবিবার সকালে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের মুমূর্ষু রোগী জোবেদা খাতুনের জন্য সাত ব্যাগ রক্ত দিতে ছুটে যান ঢাকায়। কঠিন লকডাউনে সেচ্ছাসেবী কর্মীদের এমন মানবিকতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছেন।

জানাযায়, ২০২০ সালে “দ্বীন ধর্ম নির্বিশেষে রক্ত দিব মোরা হেসে” এই স্লোগান কে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের “ভাটামাথা যুব উন্নয়ন ব্লার্ড ডোনেশন সংগঠন। এই সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন এলাকায় মুমূর্ষু রোগিদের রক্ত দিয়ে আসছেন।

ভাটামাথা যুব উন্নয়ন ব্লার্ড ডোনেশন সংগঠনের এডমিন মো.শরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত আমাদের সংগঠনের ১০০ জন রক্তদাতা সদস্য প্রায় কয়ে’শ রোগীকে রক্ত দিয়েছেন। রবিবার সকালে সংগঠনের সদস্য রাকিব হাসান জয়,উমর,ইয়ামিন,রিফাত,লিটন,জুনায়েদ ও নুরুজ্জামান ঢাকায় এক রুগিকে আমাদের নিজ খরচে রক্ত দিতে ছুটে এসেছি।