ছাত্রলীগের মাস্ক বুথ চালু
অফিস রিপোর্টার।।
বাটনে চাপলে বেরিয়ে আসছে নতুন মাস্ক। আসছে হ্যান্ড স্যানিটাইজারও। এছাড়া পুরনো ব্যবহৃত মাস্কটি ফেলার জন্য রয়েছে বক্স। প্রথমে হাতে সেনিটাইজার করে বাটন চেপে নতুন মাস্ক নিতে পারবে যে কেউ। করোনা সচেতনতায় এমন ব্যতিক্রমী বুথ স্থাপন করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের টিম ‘হ্যালো ছাত্রলীগ’। জেলার দেবিদ্বার উপজেলার গুরুত্বপূর্ণ মোড়ে ৮টি বুথ স্থাপন করা হয়। বিশেষ করে জরুরি সেবা নিতে আসা মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কাঁচা বাজার, নিউ মার্কেট চত্বর, ব্যাংক, থানা, পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা পরিষদে বুথ বসানো হয়েছে। এই সেবাটি সম্পূর্ণ বিনামূল্যে ভোগ করতে পারবে সাধারণ মানুষ।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি ও ‘হ্যালো ছাত্রলীগ’ টিমের প্রতিষ্ঠাতা আবু কাউছার অনিক জানান, ‘মানুষ জরুরি প্রয়োজনে বের হচ্ছে। অনেকেই মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার ব্যবহারে সচেতন না। আবার পুরনো জীবানুযুক্ত মাস্ক যত্রতত্র ফেলে দিচ্ছেন। এছাড়া আমরা অনেকে হাতে মাস্ক পরিয়ে দেই। অনেক সময় আমাদের হাতে জীবাণু থাকার আশঙ্কা থেকে যায়। সব গুলো বিষয় মাথায় রেখে আমরা মানুষের সেবায় এই বুথ চালু করেছি’। রবিবার দুপুরে এই বুথ উদ্বোধন করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ উত্তর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন,’ করোনার এই সময়ে উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়’।