আখাউড়ায় বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

আখাউড়া (ব্রাক্ষণবাড়িয়া) ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আখাউড়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকালে সড়কবাজারস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ সারোয়ার,উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আবুল মুনসুর মিশন,উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আমান উল্লাহ আমান,উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার বিল্লাল হোসেন, পৌর বিএনপির সাধারণ স¤পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা মহিলা দলের সভানেত্রী জান্নাত পারভীন স্মৃতি প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতীর জন্য দোয়া করা হয়, দোয়া শেষে কেক কেটে দলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।