আমৃত্যু মানুষের সেবা করতে চাই; সাইফুল আলম রনি

 

মাহফুজ নান্টু।।

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় দারুল ইহসান মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কনকনে ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে আনন্দিত ক্ষুদে শিক্ষার্থীরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনির উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ ইয়াকুব বলেন, এর আগেও সাইফুল আলম রনি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন৷ মাদ্রাসার শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ খবর নেন৷ আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাইফুল আলম রনি বলেন, সমাজের জন্য আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে চেষ্টা করি অসহায় শীতার্থ মানুষের পাশে থাকতে। এটা আমার কাছে স্বর্গীয় অনুভূতি। আমৃত্যু মানুষের সেবা করতে চাই।